সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ আগস্ট) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর আড়াই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা ৩৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১১ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৭০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানির শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.