গাজায় হাসপাতালে হামলার ঘটনায় ন্যায়বিচারের আহ্বান জাতিসংঘের

দক্ষিণ গাজার একটি হাসপাতালে পাঁচ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহতের ঘটনায় “ন্যায়বিচার হওয়া দরকার” বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

নাসের হাসপাতালে হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেছেন, ইসরায়েল এই ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত।

কিন্তু আজ সকালে জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন মুখপাত্র “এই তদন্তের ফলাফল আসা দরকার” বলে মন্তব্য করেন।

এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র থামিন আল খেতান বলেন, এই সাংবাদিকরা পুরো বিশ্বের চোখ ও কান এবং অবশ্যই তাদের রক্ষা করা উচিত। ন্যায়বিচার হওয়া দরকার। আমরা এখনো জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা দেখিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.