১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ ২০২৫-এর টিকিটের মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজটি শুরু হবে ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায়, যেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। টিকিট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ।

ভক্তরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের আসন থেকে বেছে নিতে পারবেন:

ক্লাব হাউস (ব্লক A1 – E1): ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট: ২০০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট: ২০০০ টাকা

শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি): ২৫০ টাকা

শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি): ১৫০ টাকা

গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা: ১৫০ টাকা

ডিরেক্টর এনক্লোজার: ২০০০ টাকা

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.