ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশের (আইসিএসবি) চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের ৫৬তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নতুন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্বোধনী অধিবেশনে আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ মোঃ শামিবুর রহমান এফসিএস সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং পেশাগত অগ্রগতিতে চার্টার্ড সেক্রেটারী ডিগ্রির গুরুত্ব তুলে ধরেন।
আইসিএসবি কাউন্সিল সদস্য ও শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস স্বাগত বক্তব্যে কোর্স ও ক্লাস পরিচালনার কাঠামো এবং পেশাগত সম্ভাবনা বিষয়ে আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের পাঠ প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
আইসিএসবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে পেশাটির গুরুত্ব ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীদের করপোরেট বিশ্বের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে অবগত থাকার গুরুত্ব তুলে ধরেন।
আইসিএসবি প্রেসিডেন্ট এম নাসিমুল হাই এফসিএস ব্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএসবি কাউন্সিল সদস্য ও ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান এফসিএস, সদস্য সেলিম আহমেদ এফসিএস, মো. শরীফ হাসান এফসিএস, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস এবং এস এম শাফায়েত হোসেন, যুগ্মসচিব (ড্রাফটিং), আইন মন্ত্রণালয়। তাঁরা সবাই নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেন এবং মতবিনিময় করেন।
সমাপনী বক্তব্যে ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস পেশাটিকে অনন্য হিসেবে আখ্যায়িত করেন এবং অধ্যবসায় ও নিরবচ্ছিন্ন অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.