রাজধানীর মিরপুর ৬০ ফিটে অবস্থিত ইয়াদিয়া ফ্ল্যাগশিপ স্টোরে গতকাল রবিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয় ইয়াদিয়া GT60 ও E8S200 ইলেকট্রিক স্কুটারের অফিসিয়াল হ্যান্ডওভার অনুষ্ঠান।
সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসি’র চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ইয়াদিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ। এ সময় নতুন মডেলের স্কুটার দুটি আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।
ইয়াদিয়ার পক্ষ থেকে জানানো হয়, নতুন দুই মডেল ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। GT60 ও E8S200 মডেল দুটি শক্তিশালী ব্যাটারি, আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী মাইলেজ এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
টানা ৮ বছর ধরে বিশ্বের ১ নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হিসেবে বিক্রয়ে শীর্ষে রয়েছে ইয়াদিয়া। প্রতিষ্ঠানটি শুধু উন্নত ডিজাইন, আধুনিক ফিচার ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য নয়, বরং বিক্রয়-পরবর্তী সেবার মানের কারণেও বিশ্বজুড়ে আস্থা অর্জন করেছে।
বাংলাদেশে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ক্রমেই বাড়ছে। ইয়াদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা ও প্রত্যাশা পূরণের পাশাপাশি টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.