ভাষার বাধা কাটিয়ে সাংস্কৃতিক বিনিময় ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে ঢাকায় জাপানি ভাষা শিক্ষার নতুন স্কুল চালু করেছে তমোশিবি একাডেমি।
সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর ভাটারায় মাদানি এভিনিউর ৫১ নম্বরে অবস্থিত গ্রামীণ বাংলার অক্ষয় টাওয়ারে রোববার এই স্কুলের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের ফার্স্ট সেক্রেটারি কোমিনে কেন।
তমোশিবি একাডেমির অধ্যক্ষ শিমোশোয়া তাকাশি বলেন, “তমোশিবি একাডেমি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক উন্নয়ন প্লাটফর্ম। আমাদের লক্ষ্য শুধু ভাষা প্রশিক্ষণে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের তরুণদের, বিশেষত পার্বত্য অঞ্চলসহ অনুন্নত এলাকার যুবকদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং জাপানের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা।”
প্রথম পর্যায়ে একাডেমিতে জাপানি ভাষা দক্ষতার পরীক্ষা জেএলপিটি’র এন ফাইভ (N5) ও এন ফোর (N4) কোর্স চালু করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) ও নির্দিষ্ট দক্ষ কর্মী (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার–এসএসডাব্লিউ) স্কিমের জন্য প্রস্তুত করা হবে।
তমোশিবি একাডেমি আশা করছে, এই উদ্যোগ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে এটি প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী সামাজিক-অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.