আল-আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর আঞ্চলিক পর্ব সম্প্রতি ঢাকা ও রংপুর বিভাগে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং রংপুর জিলা স্কুলে আয়োজিত এই অলিম্পিয়াডে বিভাগের বিভিন্ন জেলার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আঞ্চলিক পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে অলিম্পিয়াডের জাতীয় পর্বে, যেখান থেকে সেরা ৬ জন নির্বাচিত হয়ে অংশ নেবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এ। এর আগে খুলনা ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে আঞ্চলিক পর্বে।

আঞ্চলিক পর্ব ঢাকার আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সভাপতি মুনীর হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন। রংপুর অংশে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল-ইমরান, রংপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী সালাউদ্দিন।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ সারাদেশের ১৭ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। জাতীয় পর্ব হতে বাছাই করা সেরা ৬ জন প্রতিযোগীকে নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.