পুঁজিবাজারের এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিত্য নতুন পদ্ধতিতে অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিষয়টি ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে।
রবিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি ডিএসই নিশ্চিত করেছে।
এ বিষয়ে ডিএসই-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা, সকল ব্রোকারেজ হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে অবহিত করেছে। এ ছাড়া ডিএসই-এর ওয়েবব্যানারেও এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানানো হয়েছে। খিলক্ষেত থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।
ডিএসই এবং সিএসই-এর সনদপ্রাপ্ত ব্রোকারেজ প্রতিষ্ঠান ও ডিএসই মোবাইল অ্যাপ হলো শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম। কেউ যদি অতিরিক্ত মুনাফার লোভ দেখায়, তবে তা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ পুঁজি আপনার, বিনিয়োগও আপনার। তাই অসাধু চক্রের ফাঁদে পড়ে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না।
সবসময় প্রতারণা থেকে দূরে থাকুন এবং জেনে-বুঝে বিনিয়োগ করুন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.