পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক ধারণা অর্জনের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ জন শিক্ষার্থী ২১ আগস্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর আগ্রাবাদ কার্যালয়ে শিক্ষা সফরে অংশ নেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়।
রবিবার (২৪ আগস্ট) সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই’র চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) খন্দকার মোহাম্মদ মাহাদী হাসান, সিএফএ। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখনও পরিপক্ব নয়, তবে নতুনদের জন্য এতে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের পুঁজিবাজার বিষয়ে গবেষণা ও প্রায়োগিক জ্ঞান অর্জনের আহ্বান জানান।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই’র ডিজিএম ও হেড অফ ক্লিয়ারিং, সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম এবং ডিজিএম ও হেড অফ সারভেইলেন্স অ্যান্ড মপস নাহিদুল ইসলাম খান। অধিবেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ।
ডিজিএম একেএম শাহরোজ আলম বলেন, “৩০ হাজার কোম্পানি রেজিস্টার্ড থাকলেও মাত্র ৪০০ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এখানে বিশাল সম্ভাবনা রয়েছে।” তিনি স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগে আসার পরামর্শ দেন।
ডিজিএম নাহিদুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার ধীর গতিতে অগ্রসর হলেও অর্জন অপ্রতুল নয়। বৈচিত্র্যময় বিনিয়োগকারী তৈরি করাও গুরুত্বপূর্ণ।”
ইডিইউ’র প্রফেসর এ কাইয়ুম চৌধুরী বলেন, “বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেটে ক্যাপিটাল মার্কেট একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সচেতন অংশগ্রহণকারীর মাধ্যমে এই মার্কেট আরও প্রাণবন্ত হবে।” তিনি শিক্ষার্থীদের এ সফরকে পুঁজিবাজারে যুক্ত হওয়ার প্রথম ধাপ হিসেবে দেখার আহ্বান জানান।
প্রশিক্ষণ বিভাগের প্রধান এম সাদেক আহমেদ শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগের রিটার্ন প্রভৃতি নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর শিক্ষার্থীরা সিএসই’র বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিভিন্ন বিভাগের প্রধানদের কাছ থেকে প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা পান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.