এলডিসি উত্তরণে প্রস্তুতি চলবে, চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকারের: মনজুর হোসেন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য সরকারের প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন। তবে তিনি বলেন, উত্তরণ এখন হবে, না পেছানো হবে—সেই চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে।

রোববার (২৪ আগস্ট) ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনজুর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। এতে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান।

মনজুর হোসেন বলেন, এলডিসি উত্তরণে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো নানা প্রস্তুতি নিচ্ছে। তবে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, বেসরকারি খাতকেও সমানতালে প্রস্তুতি নিতে হবে। তাঁর মতে, এখনই প্রস্তুতি না নিলে পাঁচ বছর পরও প্রস্তুতি অপূর্ণই থেকে যাবে।

তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের ২০ শতাংশ শুল্ক মেনে নিতে পারলে এই চ্যালেঞ্জও আমরা উতরে যেতে পারব। নেপাল উত্তরণ করছে, সেখানে আমরা পাঁচ বছর সময় চাইব, সেটা হয়তো হবে না। পেছানো গেলে ভালো, তবে না হলেও প্রস্তুতি রাখতে হবে।”

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশ সময় পেছানোর আবেদন করতে পারে। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়টি গৃহীত হতে হবে। সে ক্ষেত্রে তিনটি সূচকে বাংলাদেশের অবস্থান কম দেখাতে হবে।”

তিনি আরও বলেন, “১ হাজার ৩০০ ডলারের মাথাপিছু আয় হলে উত্তরণ যোগ্যতা অর্জন হয়। অথচ বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৮০০ ডলারের বেশি। তাই সময় চাওয়া যেতে পারে, কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে।”

সেমিনারে অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন। তাঁরা এলডিসি উত্তরণকে কেন্দ্র করে ব্যবসা, রপ্তানি ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.