বিদেশী বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে প্রবৃদ্ধিকে গতিশীল করবে অর্থনৈতিক অঞ্চল: লুৎফে সিদ্দিকী

বিদেশী বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি বৃদ্ধির মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই অঞ্চলকে বিনিয়োগবান্ধব করতে সরকারের সব সংস্থার সম্মিলিত উদ্যোগ ও আন্তরিকতা প্রয়োজন বলেও জানান তিনি।

শনিবার (২৩ আগস্ট) চট্টগ্রামের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থানের অগ্রগতি সম্পর্কে ধারণা নেন তিনি।

পরিদর্শন শেষে আয়োজিত সভায় লুৎফে সিদ্দিকী বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ নগরীকে বিনিয়োগ-বান্ধব অঞ্চলে পরিণত করতে হলে সরকারের সব সংস্থার সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা জরুরি।

তিনি আরো বলেন, দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য এখানে যুগোপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেয়া পদক্ষেপ উপস্থাপন করেন। এ সময় ছিলেন বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক। সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীতে পূর্ণাঙ্গ এই শিল্প নগর গড়ে তুলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ১০ কিলোমিটার এবং চট্টগ্রাম নগর থেকে ৬৫ কিলোমিটার দূরে এ শিল্পনগর অবস্থিত। এখানে থাকবে বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, আবাসিক ও বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ বিশ্বমানের সব সুবিধা। এরই মধ্যে প্রায় ১১টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠানের কারখানাও নির্মাণাধীন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.