এনসিসি ব্যাংক পেল বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংকের মর্যাদা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই রেটিং-এ দেশের শীর্ষ ১০টি ব্যাংকের অন্যতম হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি সম্মাননা অর্জন করেছে।

শনিবার (২৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সূচক—যেমন আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ, মূলধন পর্যাপ্ততা, বার্ষিক মুনাফা—সহ সবুজ ও টেকসই অর্থায়ন, ব্যাংকিং সেবার বিস্তৃতি, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম এবং পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন—এই পাঁচটি সূচকের ভিত্তিতে ২০২৪ সালের কার্যক্রমের মূল্যায়নে এনসিসি ব্যাংক এ স্বীকৃতি পেয়েছে।

গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, টেকসই অর্থায়ন বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এবং এনসিসি ব্যাংকের সাস্টেইনেবল ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাস্টেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন। এটি মূলত করপোরেট সুশাসন ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের স্বীকৃতি।

তিনি জানান, এনসিসি ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান ও নির্দেশিকা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।

সবুজ ও পরিবেশবান্ধব অর্থায়ন, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী ব্যাংকিং কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক সিএসআর কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ব্যাংকটি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ভবিষ্যতে টেকসই ব্যাংকিং কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.