ইন্টেলের ১০% শেয়ার অধিগ্রহণ করলো যুক্তরাষ্ট্র

মার্কিন সরকার চিপ নির্মাতা জায়ান্ট ইন্টেল-এর ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। একে “নজিরবিহীন চুক্তি” বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান-এ তথ্য জানিয়েছে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ-বু ট্যানকে, যিনি এমন একটি ন্যায্য চুক্তি করেছেন।’

এর আগে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ইন্টেল সিইও লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই উত্তপ্ত পরিস্থিতিতে গত শুক্রবার তিনি প্রেসিডেন্ট ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকেই চূড়ান্ত হয় এই চুক্তি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেষ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।’ যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে ধারণা করা হচ্ছে, ‘চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’ এর আওতায় ইন্টেলের মার্কিন কারখানা নির্মাণে প্রায় ১০ বিলিয়ন ডলার সরকারি অনুদানের বিপরীতে সমপরিমাণ মূল্যের শেয়ার অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সরকার।

এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর একাধিক অস্বাভাবিক চুক্তিগুলোর মধ্যে একটি। যেমন, এআই চিপ প্রস্তুতকারী এনভিডিয়াকে চীনে তাদের এইচ২০ চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়, যার পরিবর্তে যুক্তরাষ্ট্র সরকার সেই বিক্রির ১৫ শতাংশ অংশীদারত্ব লাভ করে। একই রকম চুক্তি করেছে এএমডি।

তবে করপোরেট খাতে সরকারের এধরনের বিস্তৃত হস্তক্ষেপ নিয়ে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব পদক্ষেপ করপোরেট ঝুঁকির নতুন মাত্রা তৈরি করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.