রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আজ শুরু হবে। বেলা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হবে প্রথম দিনের প্রথম শিফটের পরীক্ষা। এ ছাড়া আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান, বিজ্ঞান ইউনিটে পদার্থ, রসায়ন ও অন্যান্য বিষয়। ব্যবসায় শিক্ষা ইউনিটেও ১০০ নম্বরের এমসিকিউ থাকছে। এতে পাস নম্বর থাকছে ৪০। তবে বাংলা বা ইংরেজিতে অন্তত ১০ নম্বর থাকতে হবে
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষার ফলাফল, এসএসসি ও এইচএসসি নম্বর মিলিয়ে মোট ১২০ নম্বরে মেধাক্রম তৈরি করা হবে। বিষয় বরাদ্দ ২০ অক্টোবর এবং ভর্তি শেষ হবে ২৫ অক্টোবর। ক্লাস শুরু ৩০ অক্টোবর।
ঢাকা কলেজে কেবল ছাত্র, ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হবে। অন্য চার কলেজে উভয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হতে পারবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.