কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের টেকসই উন্নয়ন, সবুজ অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম চর্চার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার-এর হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে আলী রেজা ইফতেখার বলেন:”এই স্বীকৃতি আমাদেরকে আরও বেশি সবুজ অর্থায়নকে উৎসাহিত ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে এবং একই সঙ্গে পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবেÑযা নিম্ন-কার্বন ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.