পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা শিল্প উপদেষ্টার

শিল্প উন্নয়নের বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে বৈঠক করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে শিল্প, কৃষি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তিনি বাংলাদেশের চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষিখাতে উন্নয়নের সুযোগ তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তান হালাল অথরিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের চিনিশিল্পের উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়টি বৈঠকে জানানো হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, শিল্প, কৃষি, খাদ্য নিরাপত্তা ও বিনিয়োগ খাতে পারস্পরিক স্বার্থে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে এবং পাকিস্তান এই বিষয়ে আগ্রহী।

বৈঠকে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.