ঢাকা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের “Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)” প্রকল্পের আওতায় ঢাকা ব্যাংক পিএলসি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি) বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর কাকরাইলে অবস্থিত ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে গত ১৮ আগস্ট ২০২৫ থেকে মাসব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি কর্তৃক বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এক মাসের এই কোর্সে মোট ১০০ ঘণ্টা প্রশিক্ষণ প্রদান করা হবে, যা চলবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

এই ইডিপি প্রশিক্ষণ মূলত প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা বা নতুন উদ্যোক্তাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যাতে তারা ব্যবসা শুরু করতে বা বর্তমান ব্যবসাকে উন্নত করতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন। প্রশিক্ষণের আওতায় অংশগ্রহণকারীরা ব্যবসায়িক পরিকল্পনা, বাজারজাতকরণ, অর্থায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নিমাই কৃষ্ণ সাহা, বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পরিচালক, এসএমইএসপিডি ও SICIP প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংককে যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী,
ঢাকা ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে- ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ, ডিএমডি ও সিইএমও মোঃ মোস্তাক আহমেদ, ইভিপি ও হেড অব এমএসএমই ও ইমার্জিং বিজনেস মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ফাহমিদা চৌধুরী।

এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের উদ্যোক্তা সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু জ্ঞান অর্জনই করবেন না, বরং ভবিষ্যতে ব্যাংকিং সুবিধা গ্রহণ এবং অর্থনীতিতে কার্যকর অংশগ্রহণেও সক্ষম হবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.