সাদাপাথর লুটের ঘটনায় এবার উচ্চতর তদন্ত কমিটি

সিলেটের পর্যটন কেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনও অবহেলা আছে কিনা তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে।

সাদাপাথর লুটের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে সুপারিশসহ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিবকে প্রধান করে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের অতিরিক্ত কমিশনারকে (রাজস্ব)।

কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.