ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে। এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

এ প্রসঙ্গে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।

তিনি আরও বলেন, দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, দুই কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.