ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সরকার। তারা বলছে যে ভারতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার ওয়াকিবহাল নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পোস্ট করে মন্তব্য করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি ভুলভাবে তুলে ধরা হয়েছে।
জয়সওয়াল তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে ভারতের আইনের পরিপন্থী ‘কথিত আওয়ামী লীগের সদস্য বা অন্য কারো কোনো কার্যক্রম’ সংঘটিত হওয়ার বিষয়ে ভারতের সরকার অবগত নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ভারতের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড ভারত সরকার অনুমোদন করে না। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশাও প্রকাশ করা হয় জয়সওয়ালের পোস্টে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.