ভারত ২০ আগস্ট বুধবার ওড়িশার চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ৫ হাজার কিলোমিটার পাল্লার মাঝারি-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’-এর সফল উৎক্ষেপণ করেছে। বঙ্গোপসাগরের পাশে এই পরীক্ষার মাধ্যমে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক স্থাপন হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, “আজ ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে।”
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ডিআরডিও (প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা)। এটি ‘অগ্নি’ সিরিজের সর্বাধুনিক সংস্করণ। প্রায় ১.৫ টন পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলটি হালকা উপাদানে তৈরি, যা এর নির্ভরযোগ্যতা ও কৌশলগত দক্ষতা বাড়িয়েছে।
অগ্নি-৫ মিসাইল এমআইআরভি (Multuple Independently Targetable Re-entry Vehicle) প্রযুক্তিতে সমৃদ্ধ, ফলে এটি একাধিক ওয়ারহেড বিভিন্ন লক্ষ্যে নিক্ষেপ করতে পারে। লক্ষ্যভেদে নিখুঁততা নিশ্চিত করতে এতে রয়েছে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (RLG-INS) ও মাইক্রো-ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (MINGS)। ভারতের নিজস্ব ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম ‘ন্যাভিক’ এবং আমেরিকার জিপিএস ব্যবস্থাও এতে যুক্ত রয়েছে।
তিন ধাপের কঠিন জ্বালানি চালিত এই মিসাইলটিকে একটি ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয়, যা মোতায়েন ও সংরক্ষণের দিক দিয়ে এটিকে আরও দ্রুত ও কার্যকর করে তোলে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.