ফেডারেল ইনস্যুরেন্স’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সম্প্রতি পরিচালক পরিষদের সভায় এনামুল হক ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি’র পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। একই সভায় ইলিয়াস সিদ্দিকী পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বুধবার (২০ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও বিভিন্নি নির্বাহি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনারা হলেন- জয়নুল আবেদীন জামাল- নির্বাহী কমিটির চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম (বাংলাদেশ সরকারের সাবেক সচিব)- অডিট কমিটির চেয়ারম্যান, মোঃ আবদুল খালেক- বীমা দাবী কমিটির চেয়ারম্যান, মোঃ মাহফুজুর রহমান (বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব)- নমিনেশন ও রিম্যিউনারেশন এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটি চেয়ারম্যান, বেগম আবেদা আকতার (বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব)- বিনিয়োগ কমিটির চেয়ারম্যান এবং মোঃ গিয়াস উদ্দিন এফসিএ- ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.