মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং শেয়ারট্রীপ লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন এবং শেয়ারট্রীপ লিমিটেডের চীফ সেলস অফিসার শিবলী সাদিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বুধবার (২০ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৭ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ সুদবিহীন ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে শেয়ারট্রীপের যেকোন সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন মোঃ মুকিতুল কবীর, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও এবং শেয়ারট্রীপের চীফ ফিন্যান্স অফিসার অরুপ রতন বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ নাফিস চৌধুরী ও এক্সিকিউটিভ, মার্কেটিং সানাউল হক নিলয় সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.