ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণ হারিয়েছে ১৯ হাজার শিশু

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশুসহ ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিসের বরাত দিয়ে করা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধকে অনেকেই গণহত্যা হিসেবে আখ্যা দিচ্ছেন। এ সময়ে ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। কিন্তু এসব আশ্রয়কেন্দ্রও পরিণত হয়েছে মৃত্যুকূপে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় এখন আর শিশুদের জন্য কোনো স্থানই নিরাপদ নয়। ইসরায়েলি অবরোধে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আক্রমণ শুরুর পর থেকে গড়ে প্রতি মাসে ৫৪০ জনেরও বেশি শিশু নিহত হচ্ছে।

এদিকে, রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, তারা কাতার ও মিশরের মধ্যস্থতায় দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে। তবে হামাস দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হলেও, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.