আইসিবির ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ আগস্ট) দুপুর ৩ ঘটিকায় কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) আইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১০৫তম সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এছাড়াও আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, মহাব্যবস্থাপকগণ, সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক/সিস্টেম ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক/সিনিয়র সিস্টেম এনালিস্ট, বিভাগীয় প্রধান ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপ-প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাশাপাশি শাখা অফিসসমূহের শাখা প্রধানগণ অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.