হঠাৎ অবসরের ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান জেনারেল ডেভিড অলভিন হঠাৎ অবসরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। সোমবার (১৮ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। তবে অবসরের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

মঙ্গলবার (১ে৯ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেনারেল অলভিনের অবসরের ঘোষণা ছিল অপ্রত্যাশিত, কারণ সাধারণত চার বছরের জন্য নিযুক্ত হন বিমানবাহিনীর প্রধান। কিন্তু তিনি যদি নভেম্বরে অবসর নেন, তাহলে দায়িত্ব পালনের মেয়াদ দাঁড়াবে মাত্র দুই বছর।

বিবৃতিতে অলভিন বলেন, ‘বিমানবাহিনীর ২৩তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারা ছিল আমার জন্য গর্বের বিষয়। আমার ওপর আস্থা রাখায় বিমানবাহিনী মন্ত্রী ট্রয় ই মিঙ্ক, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি কৃতজ্ঞ।’

অলভিন জানান, সম্ভবত ১ নভেম্বরের মধ্যে তিনি অবসর নিতে পারেন। তবে এ সিদ্ধান্ত ব্যক্তিগত নাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনায় এসেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিভাগ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন—জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, মার্কিন নৌবাহিনীর প্রধান, এবং তিন বাহিনীর প্রধান আইনি কর্মকর্তারা।

এই প্রেক্ষাপটে অলভিনের আকস্মিক অবসর ঘোষণা ঘিরে প্রশ্ন উঠেছে, এটি কি আরেকটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি নিছক ব্যক্তিগত পদক্ষেপ?

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.