আবারও আশাহত মিথুন নিটিং অ্যান্ড ডাইং সিইপিজেড লিমিটেডের শেয়ারহোল্ডাররা। গত ৭ এপ্রিল মিথুন নিটিং এবং চীনা প্রতিষ্ঠান *DEX 1*-এর সাথে অধিগ্রহণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এর ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদনও করা হয়।
তবে, এমওইউর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চুক্তিটি বাতিল হয়ে গেছে। একইসঙ্গে, বেসিক ব্যাংক লিমিটেডের কাছে মিথুন নিটিং-এর ঋণ সমস্যার সমাধানেও কোনো অগ্রগতি হয়নি।
কোম্পানির সচিব সোহেল রানা জানান, এমওইউ বাতিলের কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আর এগোচ্ছে না।
এ ঘটনায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.