টানা চতুর্থবার ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ এমটিবি

টানা চতুর্থবারের মতো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ স্বীকৃতি অর্জন করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ইউরোমানি থেকে। ব্যাংকটির সমতা-ভিত্তিক, উদার এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি এই অর্জনের প্রধান ভিত্তি।

নারীর ক্ষমতায়ণ, লিঙ্গ-নিরপেক্ষ নীতিমালা এবং আর্থিক অন্তর্ভুক্তিতে এমটিবির বহুমুখী কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে।

২০২৪ সালে চালু হওয়া ‘শ্রেয়া’ প্ল্যাটফর্ম ব্যাংকের ৮০০-এর বেশি নারী কর্মকর্তাকে পেশাগত উন্নয়ন, লিঙ্গ সমতা এবং বিভিন্ন কর্মক্ষেত্র-সংক্রান্ত সমস্যায় সহায়তা প্রদান করছে। এর আওতায় প্রবর্তিত হয়েছে ‘মিসক্যারেজ ছুটি’, হয়রানি প্রতিরোধ কমিটি ও ফিমেল এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স কমিটি, যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও উন্মুক্ত ও শক্তিশালী করেছে।

পরিচালনা পর্ষদে ২৫ শতাংশ নারী পরিচালক থাকার মাধ্যমে এমটিবি দেশের গড় (১৩.৬১%) এর তুলনায় নারী নেতৃত্বে অগ্রগামী। ব্যাংকের মোট কর্মীর মধ্যে ১৯ দশমিক ৪৪ শতাংশ নারী, যেখানে ব্যাংকিং খাতের গড় মাত্র ১৭ দশমিক ৫৭ শতাংশ। নির্বাহী পর্যায়ে এমটিবিতে ১৪ দশমিক ৭৬ শতাংশ নারী, যা দেশের গড় ৯ দশমিক ৩৬ শতাংশ’র চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

নারী উদ্যোক্তা উন্নয়নে ‘স্বনির্ভর অঙ্গনা’ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিক্রয়, ও আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে নারী গ্রাহক ও আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এমটিবির এই স্বীকৃতি অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, বৈচিত্র্য এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্রতি প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ব্যাংকটি সমতা, অন্তর্ভুক্তি ও সম্ভাবনার ক্ষেত্রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.