সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এমপ্লোইজ মিউচ্যুয়াল ফান্ড ১: স্কিম ১।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ফান্ডটির শেয়ারের দাম ৫ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। এদিন প্রতিষ্ঠানটির দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ইসলামী লাইফ, রহিম টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, ফার্মা এইড, ফার্স্ট ফাইন্যান্স এবং ব্যাংক এশিয়া।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.