চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফএ কনসালটেন্সি লিমিটেড, একটি শীর্ষস্থানীয় শরীয়াহ পরামর্শক প্রতিষ্ঠান এবং আদল অ্যাডভাইজরি, মালয়েশিয়া-ভিত্তিক একটি আন্তর্জাতিক শরীয়াহ পরামর্শক সংস্থার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিএসই’র ঢাকা অফিসে।
রবিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো শরীয়াহ-সম্মত আর্থিক পণ্য ও সেবার প্রসার ঘটানো এবং বাংলাদেশের মূলধন বাজারে একটি শরীয়াহ-সম্মত প্ল্যাটফর্ম গড়ে তোলায় পারস্পরিক সহযোগিতা। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইসলামী অর্থায়ন এবং হালাল বিনিয়োগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এই সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতার মধ্যে রয়েছে — সিএসই’র জন্য শরীয়াহ ইনডেক্স তৈরীর পরামর্শ সেবা, মালয়েশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি, শরীয়াহ-সম্মত নতুন পণ্য প্ল্যাটফর্ম উন্নয়ন এবং ফিনটেক খাতে শরীয়াহভিত্তিক পরামর্শ প্রদান। এর মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে ক্রাউডফান্ডিং, রোবো-অ্যাডভাইজরি এবং ডিজিটাল সম্পদ, যা ইসলামী নীতি ও দেশের প্রচলিত নিয়মকানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কমোডিটি মার্কেট, পৃথক ইসলামিক মূলধ বাজার, শরীয়াহ-সম্মত রিইটস (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টস) এবং বিভিন্ন ইসলামিক ফান্ড, বিশেষত ইসলামিক ক্রাউডফান্ডিং চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন। এই প্রেক্ষিতে আইএফএ কনসালটেন্সি ও আদল অ্যাডভাইজরির প্রতিনিধিগণ এসব উদ্যোগে শরীয়াহ-সম্মত সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
সিএসই’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম, সিএসএএ এবং আদল অ্যাডভাইজরির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুফতি ড. ইউসুফ সুলতান।
এই সমঝোতা বাংলাদেশের মূলধন বাজারে শরীয়াহ-সম্মত আর্থিক খাতকে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.