ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি পুতিন: ট্রাম্পের বিশেষ দূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত শুক্রবারের আলাস্কা সফরের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

উইটকফ সিএনএনকে জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে, এ বিষয়ে পুতিন সম্মত হয়েছেন। এই বিষয়টিকে তিনি ‘গেম চেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন।

তিনি এই অ্যারেঞ্জমেন্টকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বিধান ‘আর্টিকেল -৫’ এর মতো বলে বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, ন্যাটো চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণকে সকল সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়।

স্টিভ আরও বলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে আর কোনো ভূখণ্ডে না যাওয়ার বিষয়েও রাজী হয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.