আর্থিক অন্তর্ভুক্তি ও তরুণদের ক্ষমতায়ন বিষয়ে সেমিনার করল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং এআইইউবি বিজনেস ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এম্পাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।

রবিবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেমিনারটি ছিল প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমএকাডেমিয়া-এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সমন্বিত ব্যাংকিং সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।

সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার নানা সম্ভাবনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রহমান, এবং সহযোগী অধ্যাপক ও ওপিএ পরিচালক আর. তারেক মওদুদ।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন, এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম. এম. মাহবুব হাসান।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট, যা শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা একটি কাস্টমাইজড ব্যাংকিং প্রোডাক্ট। শিক্ষার্থীরা সরাসরি অ্যাকাউন্ট খুলে ব্যাংকিং সেবার ব্যবহারিক অভিজ্ঞতা নেন।

প্রতিনিধিরা বলেন, আর্থিক সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং তরুণদের নেতৃত্বে প্রস্তুত করতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.