বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ কর্মশালা শুরু হয়েছে। রবিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে এ কর্মশালার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও বাফেডা’র ট্রেজারার মো. ওমর ফারুক খান।
রবিবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফেডা’র নির্বাহী সচিব মো. আবুল হাসেম এবং আইবিটিআরএ-এর মহাপরিচালক মো. মাহবুব আলম।
কর্মশালায় দেশের ৩০টি ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ ব্যাংকিং খাতে ট্রেজারি ডিলিংস সংক্রান্ত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.