ভিসা পাওয়ার অযোগ্যতা সম্পর্কে সতর্ক করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

অবৈধ অভিবাসনের ফলে আটক, নির্বাসন এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্যতার মতো গুরুতর শাস্তি হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার (১৭ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনমূলক বার্তায় বিষয়টি তুলে ধরা হয়।

বার্তায় বলা হয়, অবৈধ অভিবাসন একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে একজন অভিবাসনপ্রত্যাশীকে জেল খাটতে হতে পারে, তাকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হতে পারে এবং তার ভবিষ্যতের অভিবাসন আবেদন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

দূতাবাস সতর্ক করে জানায়, ব্যয়বহুল এবং বিপজ্জনক এই যাত্রা শেষে কেউ জেলখানায় পৌঁছাতে পারেন, কিংবা স্থায়ীভাবে অভিবাসন রেকর্ডে দাগ পড়ে যেতে পারে। এমন পরিস্থিতি একজনকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধাগ্রস্ত করতে পারে।

মার্কিন কর্তৃপক্ষ আইনি পথে অভিবাসন ও ভ্রমণের ওপর গুরুত্বারোপ করছে এবং সবাইকে বৈধ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.