অন্তর্বর্তী সরকারের এক বছরে কিছু অর্থনৈতিক সূচকে অগ্রগতি অর্জিত হলেও, যুব বেকারত্ব, শহর-গ্রামের বৈষম্য, বহুমাত্রিক দারিদ্র্য এবং জলবায়ু ঝুঁকির মতো দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। আগস্ট মাসের মাসিক অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, অনেক সংস্কারই আগামী নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর নির্ভরশীল। তবে অন্তর্বর্তী সরকার একটি কাঠামো তৈরি করে দিয়েছে, যার ওপর ভিত্তি করে ভবিষ্যতের সরকারগুলো কাজ চালিয়ে যেতে পারবে।
ডিজিটাল লেনদেনে প্রবৃদ্ধি
মোবাইল আর্থিক পরিষেবার (এমএফএস) লেনদেনে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বণিকদের অর্থপ্রদান ও বেতন বিতরণের মতো খাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তৃতি বেড়েছে। ২০২৫ সালের মার্চ ছিল সর্বোচ্চ লেনদেনের মাস। জুনে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭৮১২৭৯.২ মিলিয়ন টাকায়, যা শক্তিশালী ভোক্তা চাহিদার ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ই-কমার্স লেনদেনেও ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬৪% প্রবৃদ্ধি হয়েছে। জুলাইয়ে ১৪৪৮৭.৯ মিলিয়ন টাকা থেকে মে মাসে তা পৌঁছায় ২৩৬৫৪.২ মিলিয়ন টাকায়।
সামষ্টিক অর্থনীতির চিত্র
টানা সাত মাসের মন্দার পর জুলাইয়ে মূল মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮.৫৫ শতাংশে। যদিও এ হার ২০২৪ সালের শুরুতে দুই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল, বর্তমানে তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে চালসহ কিছু খাদ্যপণ্যের মূল্য এখনো উদ্বেগজনক।
চাল এখনো খাদ্য মূল্যস্ফীতির প্রধান চালক। জুলাই মাসে চালের মূল্যস্ফীতির অবদান ছিল ৫১.৫৫ শতাংশ। মাঝারি ও মোটা চালের মূল্যস্ফীতিও দুই অঙ্কে রয়ে গেছে, যা বাজারে চাপ সৃষ্টি করছে।
বহির্বাণিজ্যে ইতিবাচক ধারা
রফতানিতে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে রফতানি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে, যা বৈদেশিক বাণিজ্যে নতুন গতি এনে দিয়েছে। অন্যদিকে, আমদানিও ধীরে ধীরে ফিরে আসছে, বিশেষ করে মূলধনী পণ্য আমদানি বাড়ছে— যা অর্থনৈতিক কর্মকাণ্ডের পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।
রেমিট্যান্সে প্রবৃদ্ধি
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে পারিবারিক আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও কিছুটা বজায় রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.