দেশের নির্মাণ শিল্প, নিষ্কাশন এবং খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন শিল্পে ইউপিভিসি পাইপ ফিটিংসের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব পণ্য যাতে পরিবেশবান্ধব হয়, সে বিষয়ে সরকার ও শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সিলমুন পাইপ এন্ড ফিটিংস আয়োজিত ডিলার কনফারেন্সে এসব কথা উঠে আসে।
রবিবার (১৭ আগস্ট) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঁচামাল ব্যবহার করে প্রস্তুতকৃত সিলমুন পাইপ এন্ড ফিটিংস বর্তমানে ফসলের মাঠে ও খাবার পানি সরবরাহে কৃষকের আস্থার পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
সিলমুনের হেড অব সেলস কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ আবরার ফাইয়াজ এবং চিটাগং ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ভিশনু কুমার সরকার।
ভবিষ্যতে আরও মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করার পরিকল্পনার কথা জানান তারা।
আলোচনায় অংশ নিয়ে সিলমুনের ডিলাররাও পাইপ ও ফিটিংস পণ্যের প্রশংসা করেন এবং গ্রাহক সন্তুষ্টি বিষয়ে ইতিবাচক মতামত দেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.