এবার পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলু পর্বতের চুড়ায় আবারও উড়তে যাচ্ছে বাংলাদেশের পতাকা। আর হিমালয়ের এই চুড়ার দেশের পতাকা উড়াতে অভিযানে যাচ্ছেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।
আগামী ৬ সেপ্টেম্বর হিমালয় পর্বতমালার ৮ হাজার ১৬৩ মিটার উঁচু এই পর্বতটির চূড়া ছুঁতে তমালের অভিযান শুরু হবে।
এ উপলক্ষে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান।
এসময় তৌফিক আহমেদ তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার।
তৌফিক আহমেদ বলেন, ‘পর্বতারোহণই আমার ধ্যানজ্ঞান। দীর্ঘদিন এ অভিযানের প্রস্তুতি নিয়েছি। নিজস্ব অর্থায়নেই ৪০ দিনের এই মানাসলু অভিযানে যাচ্ছি। আর আমার এই অভিযানের মধ্য দিয়েই “অলটিটিউড হান্টার বিডি” দেশের নতুন পর্বতারোহণ ক্লাব হিসেবে যাত্রা শুরু করল।’
তৌফিক আহমেদ পরিচিত তমাল নামে। তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের সদস্য। আজকের আয়োজনটি হয় এই ক্লাবের উদ্যোগে।
অনুষ্ঠানে পর্বতারোহণ প্রশিক্ষক ও চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলার ট্রেকার এক্সপ্লোরেশনের প্রতিষ্ঠাতা ও অভিযাত্রী নিজাম উদ্দিন এবং রোপ ৪ আউটডোর এডুকেশনের প্রতিষ্ঠাতা ও পর্বতারোহণ প্রশিক্ষক মহিউদ্দিন মাহি।
হিমালয়ের বিভিন্ন অভিযানে এরই মধ্যে সাফল্য অর্জন করেছেন তৌফিক। মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১৪ মিটার), ভাগীরথী-২ (৬ হাজার ৫১২ মিটার), আইল্যান্ড পিক (৬ হাজার ১৬০ মিটার), থারপু চুলি (৫ হাজার ৬৯৫ মিটার), মাউন্ট কানামোসহ (৫ হাজার ৯৭০ মিটার) ভারত ও নেপালের বিভিন্ন উচ্চতার পর্বতশৃঙ্গে উঠেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.