ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ‘খুবই ইতিবাচক’ বলে উল্লেখ করেছে রুশ প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকটি স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “আলাস্কায় দুই নেতার বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে। শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পেতে এ আলোচনা উভয় দেশকে আত্মবিশ্বাসের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে।”
পেসকভ আরও জানান, আলোচনায় মূলত ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা এবং পশ্চিমা সামরিক সহায়তা ইস্যু প্রাধান্য পায়। তবে আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠক শেষে ট্রাম্প ও পুতিন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। তবে সেখানে সাংবাদিকদের প্রশ্ন গ্রহণ করা হয়নি। এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরইএ নভোস্তি-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, “দুই নেতা তাঁদের বক্তব্যে বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেছেন। ফলে অতিরিক্ত প্রশ্নোত্তরের প্রয়োজন ছিল না।”
বিশ্লেষকেরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এই আলোচনার পরপরই ইউরোপীয় ইউনিয়নের এক কূটনৈতিক কর্মকর্তা বলেন, “আমরা আলোচনা উৎসাহিত করি, তবে যুদ্ধ বন্ধে কার্যকর অগ্রগতি দেখতে চাই।” একইসঙ্গে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে, আলোচনার ফলাফল পর্যালোচনা করে তারা পরবর্তী অবস্থান গ্রহণ করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.