টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরো বড় ভূমিকা পালন করতে প্রস্তুত গ্লেন ম্যাক্সওয়েল। বিশেষ করে পাওয়ার প্লে’তে বল করার দিকে এবার বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে নতুন বলে দুই ওভার করে বোলিং করেন ম্যাক্সওয়েল। তাতেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেন তিনি।

 

বিশ্বকাপ সামনে রেখে কীভাবে পাওয়ারপ্লেতে তার বোলিং কার্যকর হতে পারে সেই বিষয়ে মন্তব্য করেছেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, ‘উপমহাদেশে শুরুতে হয়তো একটু বেশি সুবিধা পাওয়া যায় স্পিনারদের জন্য। নতুন বলের শক্ত সিম শুকনো উইকেটে একটু থামতে পারে। এটা ভবিষ্যতের জন্য ভাবনার বিষয়।’

 

পরিসংখ্যানও কথা বলছে ম্যাক্সওয়েলের বক্তব্যের পক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ৪৯টি উইকেটের মধ্যে ১৭টিই এসেছে পাওয়ারপ্লে’তে। আইপিএলে ২০২২ সাল থেকে প্রথম ছয় ওভারে তার ইকোনমি ৭.৩০ এবং এই সময়েই তিনি নিয়েছেন আটটি উইকেট।

 

যার মধ্যে রয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটও। বোলিংয়ে অবদান বাড়ানোর পাশাপাশি, দলের প্রয়োজন অনুযায়ী ওপেনও করতে দেখা গেছে ম্যাক্সওয়েলকে।

 

ওয়েস্ট ইন্ডিজ সফরে ট্রাভিস হেড না থাকায় ওপেন করতে হয় তাকে। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি নামেন সাত নম্বরে, দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে। দুবারই ফিনিশারের ভূমিকায় রান তোলার চেষ্টা করেন তিনি।

 

ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মাঝেমধ্যেই ব্যাটিং অর্ডারে উপরে উঠি বা নামি। ওয়েস্ট ইন্ডিজে ওপেন করেছিলাম আকিল হোসেনকে সামলাতে, এই সিরিজে নিচে নেমেছি ম্যাচের শেষভাগ সামলাতে। ব্যাটিংয়েও যতটা সম্ভব মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.