অস্ট্রেলিয়ায় টসে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহীন্স। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে এই দুই দলের ম্যাচ। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল।

বল হাতে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। শুরুতেই পাকিস্তানের দুই ওপেনার বাংলাদেশের বোলারদের ওপর চড়া হয়। মাত্র ৫.১ ওভারের মধ্যে দলীয় পঞ্চাশ অতিক্রম করে পাকিস্তান। খাওয়াজা নাফায় এবং ইয়াসির খানের নৈপুণ্যে পাওয়ার প্লে’তে দলটি তোলে ৬৯ রান।

১২তম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট নিতে পারে বাংলাদেশ। রান আউটের ফাঁদে পড়েন খাওয়াজা নাফে। ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান নাফে। ভাঙে ১১৮ রানের ওপেনিং জুটি। দলীয় ১২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

মাহফুজুর রহমান রাব্বির বলে ফিরে যান ইয়াসির খান। ৪০ বলে ৬২ রান আসে ইয়াসিরের ব্যাটে।

বাংলাদেশ ‘এ’ দল- নুরুল হাসান সোহান (অধিনায়ক), জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহফুজুর রহমান রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, রিপন মন্ডল, রাকিবুল হাসান ও নাইম শেখ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.