হংকং পুঁজিবাজার থেকে তালিকামুক্ত হচ্ছে এভারগ্র্যান্ডে

চীনের অন্যতম বৃহৎ আবাসন প্রতিষ্ঠান এভারগ্র্যান্ডে আগামী ২৫ আগস্ট থেকে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে তালিকামুক্ত (ডিলিস্টেড) হতে যাচ্ছে। বিষয়টি আবাসন খাতে চীনের দীর্ঘস্থায়ী সংকটের গভীরতর চিত্র তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এভারগ্র্যান্ডে একসময় চীনের দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ছিল। ব্যাপক ঋণ গ্রহণের মাধ্যমে দ্রুত ব্যবসা সম্প্রসারণ করে তারা আবাসনের বাইরেও বিদ্যুচ্চালিত গাড়ি, থিম পার্ক, পানীয় ইত্যাদি খাতে বিনিয়োগ করে।

তবে ২০২০ সালে চীনা সরকার আবাসন খাতে অতিরিক্ত ঋণনির্ভরতা নিয়ন্ত্রণে কড়া নীতি চালু করলে এভারগ্র্যান্ডে ভয়াবহ অর্থসঙ্কটে পড়ে। প্রতিষ্ঠানটি এক পর্যায়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয়।

২০২৪ সালের জানুয়ারিতে আদালতের এক আদেশে কোম্পানিটির সম্পদ অবসায়নের নির্দেশ দেওয়া হয়। তখন এভারগ্র্যান্ডের দেনা ছিল প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলার, যা বিশ্বের অন্যতম বৃহৎ কর্পোরেট ঋণ হিসেবে বিবেচিত।

হংকং স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ার যদি টানা ১৮ মাস লেনদেন স্থগিত থাকে, তবে তা তালিকামুক্ত করা যায়। এভারগ্র্যান্ডের শেয়ার লেনদেন ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে স্থগিত রয়েছে।

৮ আগস্ট স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ডিলিস্টিং সিদ্ধান্ত সম্পর্কে কোম্পানিটিকে আনুষ্ঠানিকভাবে জানায়। এভারগ্র্যান্ডে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করবে না।

তালিকামুক্তির পরও কোম্পানির শেয়ার সার্টিফিকেটগুলো বৈধ থাকলেও, তা আর কোনো স্টক এক্সচেঞ্জে বেচাকেনা করা যাবে না।

চীনের অর্থনীতিতে একসময় মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত হতো আবাসন খাত। কিন্তু গত কয়েক বছরে এই খাতে মূল্যহ্রাস, বিনিয়োগ সংকট ও দেউলিয়া হওয়ার প্রবণতা চীনের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, সরকারের সহায়তা থাকা সত্ত্বেও আবাসন খাতে আস্থা ফিরছে না। ফলে মন্দা অব্যাহত রয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.