বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেছেন, ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বাসাকে তার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন আয়নাঘর বানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিজের ফেসবুকে পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ইশরাকের উদ্দেশে তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আপনি রাজনৈতিক ক্ষোভের বশবর্তী হয়ে অপুকে অপহরণ করলেন, আমাদের মেয়র খোকা সাহেবের বাসাকে আয়নাঘর বানিয়ে সেখানে অপুকে নির্যাতন করে মিথ্যা স্টেটমেন্ট নিলেন, তারপর ডিবি দিয়ে তাকে ধরিয়ে দিলেন।
ফেসবুক পোস্টে রিফাত রশিদ লিখেছেন, ‘বিএনপি নেতা ইশরাককে আমি শ্রদ্ধা করতাম ফ্যাসিবাদী আমলে তার বোল্ড পজিশনের জন্য। জুলাইয়ের পরে মেয়রকাণ্ডে আসিফ মাহমুদ ভাইকে নিয়ে এত নোংরামি করার পরেও আমি অনেক জায়গায় তাকে ডিফেন্ড করছি, তাকে তার নিজ দলের লোকজন ট্র্যাপে ফেলে তাকে দিয়ে এসব করছে—এই ন্যারেটিভ আমি টকশোতে গিয়ে পর্যন্ত বলেছি। অথচ আজকে এই দিনি দেখতে হলো! অপহরণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ডিবির কাছে ধরিয়ে দিল অপুকে। শুধু আসিফ মাহমুদের ওপর রাজনৈতিক ক্ষোভের জন্য। ছি ইশরাক ছি। থু দিই আপনার মুখে।’
তিনি আরও লেখেন, ‘আপনার ভয়ে অপুর স্ত্রী শাহাবাগে এসে বলছে. সে আপনার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে, জনতার কাছে সে নিরাপত্তা চাচ্ছে। অথচ আপনি ইশরাক জননন্দিত হয়েছেন, পুলিশের হাত থেকে নিজের কর্মী ছিনিয়ে এনে নিজের বুকে তাদের নিরাপত্তা দিয়ে। আর আজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আপনি রাজনৈতিক ক্ষোভের বশবর্তী হয়ে অপুকে অপহরণ করলেন, আমাদের মেয়র খোকা সাহেবের বাসাকে আয়নাঘর বানিয়ে সেখানে অপুকে নির্যাতন করে মিথ্যা স্টেটমেন্ট নিলেন, তারপর ডিবি দিয়ে অপুকে ধরিয়ে দিলেন।’
অপুর স্ত্রীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি লেখেন, ‘এখন আপনার ভয়ে অপুর স্ত্রী—যে নিজেও একজন জুলাইয়ের ফ্রন্টলাইনার যোদ্ধা—সে নিরাপত্তাহীনতায় ভুগছে। হায় সেলুকাস, ক্ষমতার লোভে মানুষ এতটা নিকৃষ্ট কীটে পরিণত হয়?’
ইশরাকের হেদায়াত কামনা করে রিফাত লেখেন, ‘আপনার বাবা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ছিল আমাদের আইডল, আর আপনি হলেন এমন একটা অমানুষ। আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আল্লাহ আপনাকে হেদায়েত দিক।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.