পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৫৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার ৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২২০ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬৩৮ জন রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অভিযানে একটি তলোয়ার, একটি লোহার পাইপ, একটি তালা কাটার যন্ত্র, দুটি লোহার চাবুক, একটি কুচ, দুটি তীর, একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, একটি দেশীয় এলজি ও এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.