দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা।
শুক্রবার (৮ আগস্ট) বাহরি ইয়ানবু নামের সৌদি জাহাজটি জেনোয়া বন্দরে পৌঁছায়।
জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে আবুধাবিতে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে বন্দরের ৪০ কর্মী জানতে পারেন, জাহাজটিতে এরই মধ্যে অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেগুলো ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা ছিল।
তৎক্ষণাৎ তারা জাহাজে প্রবেশ করে অস্ত্র খুঁজে পান। জানা যায়, জাহাজটি ইতালির জেনোয়াতে আসার আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ছেড়েছিল।
জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের প্রতিনিধি জোসে নিভোই বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” তিনি জানান, সৌদির জাহাজে অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর জেনোয়া বন্দরের কর্তৃপক্ষ অস্ত্র পরিবহন বন্ধে একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগেও, ২০১৯ সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন।
ইসরায়েল গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে আসছে। এতে ক্ষুব্ধ হয়ে ইউরোপের বিভিন্ন দেশের বন্দরের কর্মীরা ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন প্রতিহত করতে সক্রিয় হয়ে উঠেছেন।
এর আগেও, গত ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। পরে ওই জাহাজটি অস্ত্র না নিয়েই ফিরে যায়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.