আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে দুবাই ও লন্ডন গ্যাটউইকের মধ্যে চতুর্থ দৈনিক ফ্লাইট চালু করতে যাচ্ছে এমিরেটস।
মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এয়ারলাইনের বহরের সর্বশেষ সংযোজন এয়ারবাস এ৩৫০ দ্বারা ফ্লাইটটি পরিচালিত হবে। ফ্লাইটে যাত্রীরা উড়োজাহাজটির অত্যাধুনিক কেবিন ইন্টেরিয়রসহ বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি কেবিন সেবা উপভোগ করতে পারবেন।
লন্ডন গ্যাটউইকে চতুর্থ ফ্লাইট যুক্ত হওয়ায় নগরীর তিনটি বিমানবন্দরের এমিরেটসের মোট ফ্লাইটের সংখ্যা দৈনিক ১২টিতে উন্নীত হবে। তিন শ্রেণির কনফিগারেশনের এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজে ৩২টি লাই-ফ্ল্যাট বিজনেস শ্রেণী, ২৮টি প্রিমিয়াম ইকোনমি এবং ২৩৮টি ইকোনমি শ্রেণী আসন থাকবে।
চতুর্থ দৈনিক ফ্লাইট চালুর ফলে এমিরেটসের যুক্তরাজ্যগামী সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৪০টিতে। যুক্তরাজ্যের আটটি প্রধান গন্তব্যে লন্ডন গ্যাটউইক, লন্ডন হিথ্রো, লন্ডন স্ট্যানস্টেড, ম্যানচেস্টার, বার্মিংহাম, নিউক্যাসল, গ্লাসগো ও এডিনবার্গে এমিরেটস নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.