বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ এবং বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসার সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক (ইবিএল) দেশের প্রথম লাইফ স্টাইল ও ভ্রমণকেন্দ্রিক ক্রেডিট এবং ডেবিট কার্ডের উদ্বোধন করেছে।
সোমবার (১১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে, বর্তমান সময়ের ভ্রমণপিপাসুদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডগুলো বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদানের মাধ্যমে তাদের লাইফস্টাইল ও ভ্রমণ অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। কার্ডগুলোতে দেশ-বিদেশে ফ্লাইট, হোটেল, কেনাকাটা এবং লাইফ স্টাইল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ রয়েছে।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ইবিএল ও শেয়ারট্রিপের সঙ্গে সহযোগিতায় এমন একটি কার্ড আনতে পেরে ভিসা গর্বিত, যা বাংলাদেশের গ্রাহকদের পরিবর্তনশীল ভ্রমণ ও জীবনধারার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইবিএলের সঙ্গে শেয়ারট্রিপ ভিসা কো-ব্র্যান্ড কার্ড চালুর মাধ্যমে ভ্যালু-ড্রিভেন, নিরাপদ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ডিজিটাল পেমেন্ট সমাধান প্রদানে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।”
ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ বলেন, “শেয়ারট্রিপ ও ভিসার সঙ্গে আমাদের অংশীদারিত্ব ইবিএলের ভিন্নধর্মী আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে। শেয়ারট্রিপ ভিসা কো-ব্র্যান্ড কার্ড শুধু ভ্রমণ সংক্রান্ত পেমেন্ট সহজতর করবে না, একই সঙ্গে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ লাইফস্টাইল ও ডিজিটাল সুবিধাও প্রদান করবে।”
শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “এই কো-ব্র্যান্ড কার্ড শেয়ারট্রিপের ডিজিটাল সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতির প্রতিফলন। আমাদের জীবনধারা সংক্রান্ত সেবার পাশাপাশি আমরা গ্রাহকদের জন্য এমন এক বিস্তৃত অভিজ্ঞতার জগতে প্রবেশাধিকার দিচ্ছি যা তাদের দৈনন্দিন চাহিদার সঙ্গে মানানসই।”
ক্রেডিট (প্ল্যাটিনাম ও সিগনেচার) এবং ডেবিট—উভয় ধরনের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে শেয়ারট্রিপ ভিসা কো-ব্র্যান্ড কার্ড, যা বিভিন্ন গ্রাহক গ্রুপের কথা বিবেচনা করে নানাবিধ সুবিধা সংযুক্ত করে বিশেষভাবে সাজানো হয়েছে।
কার্ডধারীরা এক্সক্লুসিভ লাইফস্টাইল ভাউচার, শেয়ারট্রিপ শপ, ফ্লাইট ও হোটেলে আকর্ষণীয় ছাড়, এবং আরও অনেক ভ্রমণকেন্দ্রিক সুবিধা—যেমন বিমানবন্দরের লাউঞ্জ প্রবেশাধিকার, ই-সিম ডেটা অফার, ভ্রমণ বিমাসেবা পাবেন।
ডেবিট ভ্যারিয়েন্টটি ইবিএলের সুপার সেভার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকার কারণে দৈনন্দিন ব্যাংকিং সুবিধার পাশাপাশি গ্রাহকরা অতিরিক্ত ভ্যালু আডেড সুবিধা লাভ করবেন।
ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ইবিএল, শেয়ারট্রিপ ও ভিসার জ্যেষ্ঠ কর্মকর্তারা।
শেয়ারট্রিপ ও ভিসার সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক বাংলাদেশে প্রথম লাইফ স্টাইল ও ভ্রমণকেন্দ্রিক কো-ব্র্যান্ড ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটান কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ারসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.