দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে কংগ্রেস: বিজেপি

বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে বিরোধী জোটের নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কাজ করে থাকে, তাহলে তা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস।”

তিনি উল্লেখ করেন, দেশে এসআইআর এই প্রথম হচ্ছে না। কংগ্রেস নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে নিয়মিত মিথ্যা প্রচার চালায়।

ধর্মেন্দ্র প্রধান বলেন, “কংগ্রেস ইভিএম নিয়ে মিথ্যা প্রচার চালায়, মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ তোলে, আর মিথ্যার পাহাড় গড়ে তোলে… এটা তাদের সুচিন্তিত কৌশল—দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য।”

তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “আমি বিরোধী দল ও কংগ্রেসকে অনুরোধ করবো, সব ইস্যু পার্লামেন্টেই তুলুন।”

ধর্মেন্দ্র প্রধান আরও অভিযোগ করেন, ভারতের পার্লামেন্টে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার সময় বিরোধী দল ও কংগ্রেসের কোনো এজেন্ডা ছিল না, যা প্রমাণ করে তারা কেবলমাত্র রাজনৈতিক অস্থিরতা তৈরিতেই মনোযোগী।

এর আগে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করে দিল্লি পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনসাধারণের চলাচলে বিঘ্ন এড়াতেই বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে ইন্ডিয়া জোটের নেতারা অভিযোগ করেন, বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপ হচ্ছে এবং নির্বাচন কমিশন সরকারের প্রভাবে কাজ করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.