যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষিত নতুন ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের প্রাথমিক তালিকায় বাংলাদেশের নাম নেই, যা দেশটির ভ্রমণপ্রত্যাশী নাগরিকদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৫ সালের ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এক বছরের এই পরীক্ষামূলক কর্মসূচির আওতায় আপাতত দুটি দেশ—মালাওই ও জাম্বিয়া—কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই প্রোগ্রামের আওতায় তালিকাভুক্ত দেশের বি-ওয়ান (ব্যবসা) ও বি-টু (পর্যটন) ভিসার আবেদনকারীদের ভিসা অনুমোদনের আগে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার মার্কিন ডলার জামানত জমা দিতে হবে। নির্ধারিত সময়মতো যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এ অর্থ ফেরত দেওয়া হবে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যেসব দেশের ওভারস্টে হার (নির্ধারিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান) বেশি, মূলত সেসব দেশ এই প্রোগ্রামের আওতায় আসছে। সর্বশেষ DHS (Department of Homeland Security) রিপোর্টে মালাওই ও জাম্বিয়ার ওভারস্টে হার বেশি থাকায় তাদের এই তালিকায় রাখা হয়েছে।
প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, ভিসা অনুমোদনের সময়ই জামানতের পরিমাণ নির্ধারিত হবে। নির্দিষ্ট কিছু বিমানবন্দর দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে হবে।তালিকায় পরিবর্তন হলে তা কমপক্ষে ১৫ দিন আগে সরকারি ওয়েবসাইটে জানানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ওভারস্টে হার তুলনামূলকভাবে কম থাকায় দেশটি প্রথম ধাপের তালিকায় পড়েনি। তবে ভবিষ্যতে হার বাড়লে নতুন করে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.