বরিশালের শের ই বাংলা মেডিকেলসহ সারাদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশাল ও কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এর ফলে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের অন্য কোনো স্থানে যাওয়া যাচ্ছে না। যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুই সপ্তাহ ধরে ছাত্র – জনতার ব্যানারে এ আন্দোলন পালন করছেন তারা।
স্থানীয়রা জানান, এ কর্মসূচির ফলে ঢাকা থেকে সহজে বরিশাল পর্যন্ত গেলেও সেখান থেকে দক্ষিণাঞ্চলের অন্য স্থানে যাওয়া যাচ্ছে না।
তাৎক্ষণিক সমাবেশে আন্দোলনকারীরা এ সময় জানান, প্রতিটি হাসপাতালে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। চিকিৎসকরা চিকিৎসার নামে রাজনীতি করছেন। পুরো স্বাস্থ্যখাতের সংস্কারের দাবি জানান তারা।
অবকাঠামো সংকট, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট, ওষুধের সংকট, চিকিৎসা কেন্দ্রে জনবল সংকটের দ্রুত সমাধান করার দাবি জানান আন্দোলনকারীরা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.