চিরনিদ্রায় শায়িত পরিবর্তনের পথিকৃৎ এজিএম শামসুল কামাল

বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব এজিএম শামসুল কামাল আর নেই। শনিবার (৯ আগস্ট) ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। বাংলাদেশের আর্থিক খাতে অবিস্মরণীয় অবদান রাখা এই কৃতীজন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাকালীন সিইও হিসেবে দেশের পুঁজিবাজারের আধুনিক অবকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি রেকিট অ্যান্ড বেনকিজার (বাংলাদেশ)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং গ্ল্যাক্সো বাংলাদেশ-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি রোটারি ইন্টারন্যাশনাল, ইউসেপসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে তিনি ছিলেন সমাজ উন্নয়নে নিবেদিত।

আমরা মহান আল্লাহ তা’আলার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করেন।

তিনি তিন কন্যা ও পাঁচ জন নাতি রেখে গেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.